১৯৮৪ সালের প্রাক্তন ছাত্র সমিতি প্রতিষ্ঠার সময় গঠিত ১ম কার্য নির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রায় ১০ বছর পর ১৯৯৪ সালে হরিমোহন স্কুল মিলনায়তনে এক সাধারণ সভায় সর্ব সম্মতি ক্রমে জনাব ডা: আ. আ. ম. মেসবাহুল হক‘কে সভাপতি ও জনাব আব্দুল মান্নান সেনটু‘কে সাধারণ সম্পাদক করে হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। এই পরিষদের অধীনেই ১৯৯৫ সালে হরিমোহন স্কুলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়।
১) সভাপতি: জনাব ডা: আ. আ. ম. মেসবাহুল হক
২) সহ-সভাপতি: জনাব মজিবুর রহমান
৩) সহ-সভাপতি: জনাব এহসান আলী খান
৪) সাধারণ সম্পাদক: জনাব আব্দুল মান্নান সেনটু
৫) সহ-সম্পাদক: জনাব হাবিবুর রহমান
৬) কোষাধ্যক্ষ: জনাব গিয়াসুর রহমান মবিন
৭) সদস্য: জনাব শাহজাহান বিশ্বাস
৮) সদস্য: জনাব সফিউদ্দিন আহমদ
৯) সদস্য: জনাব মোহিত কুমার দাঁ
১০) সদস্য: জনাব ইকবাল মনোয়ার খান
১১) সদস্য: জনাব আলাউদ্দিন
১২) সদস্য: জনাব আব্দুল হান্নান হানু
১৩) সদস্য: জনাব জুবায়ের হোসেন
১৪) সদস্য: জনাব সবেরুল হক
উল্লেখযোগ্য কার্যক্রম
- ঈদ পূনর্মিলনী ১৯৯৪ ।
- হরিমোহন স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন ১৯৯৫ ।
- ঈদ পূনর্মিলনী ১৯৯৫।
তথ্য সুত্র: শতবর্ষের স্মরণীকা শতাব্দীর শতদল ।
১৯৮৪ সালে ১ম কার্যকরী পরিষদ যাদের নিয়ে গঠিত হয়