হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির ১ম কার্য নির্বাহী পরিষদ

২১/১২/১৯৮৪ ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের এক সভায় হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেয়ার উদ্দেশ্যে একটি কার্যকরী পরিষদ৩টি উপ-পরিষদ গঠন করা হয়।

কার্যকরী পরিষদ

সভাপতি: জনাব আফতাব উদ্দিন
সহ-সভাপতি: জনাব এহসান আলী খান
সাধারণ সম্পাদক: শ্রী মোহিত কুমার দাঁ
সহ-সম্পাদক: ডা: বুলবুল-ই-গুলিস্তান
কোষাধ্যক্ষ: জনাব শামশুল হক

ব্যবস্থাপনা উপ-পরিষদ

আহবায়ক: জনাব সুলতানুল ইসলাম (এ্যাড:)
সদস্য: জনাব ফিরোজুল ইসলাম
সদস্য: জনাব শাহজাহান বিশ্বাস
সদস্য: জনাব মজিবুর রহমান
সদস্য: জনাব মাহতাব উদ্দিন
সদস্য: জনাব রকিব উদ্দিন
সদস্য: জনাব আব্দুল হান্নাহ হানু
সদস্য: জনাব ডা: বুলবুল-ই-গুলিস্তান
সদস্য: জনাব অধ্যাপক দেলশাদ আলী
সদস্য: জনাব ইসরাফিল হক
সদস্য: জনাব শ্রী তরুণ কান্তি মজুমদার

প্রচার ও যোগাযোগ উপ-পরিষদ

আহবায়ক: জনাব মনিম উদ্দৌলা চৌধুরী
সদস্য: জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম
সদস্য: জনাব শহীদ উদ্দিন আল হাসান
সদস্য: জনাব মো: মিজানুর রহমান
সদস্য: জনাব আব্দুল মান্নান সেন্টু
সদস্য: জনাব আব্দুল হান্নান

অর্থ সংগ্রহ উপ-পরিষদ

আহবায়ক: জনাব শামশুল হক (এ্যাড:)
সদস্য: জনাব ডা: মেশবাহুল হক
সদস্য: জনাব রফিকুল আলম
সদস্য: জনাব এহসান আলী খান
সদস্য: জনাব মতিউর রহমান
সদস্য: জনাব সুলতানুল ইসলাম (এ্যাড:)
সদস্য: জনাব আলহ্বাজ নজরুল ইসলাম
সদস্য: জনাব ফিরোজুল ইসলাম (এ্যাড:)
সদস্য: জনাব শ্রী ফালগুণী মজুমদার (এ্যাড:)
সদস্য: জনাব শ্রী রুপেন্দ্রনাথ রায় চৌধুরী (এ্যাড:)
সদস্য: জনাব মনজুর রহমান
সদস্য: জনাব ইয়াসিন আলী
সদস্য: জনাব একরামুল হক
সদস্য: জনাব গোলাম জাকারিয়া
সদস্য: জনাব মজিবুর রহমান

উপরিউক্ত পরিষদ ১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল পযর্ন্ত ২য় কার্যকরী পরিষদ গঠনের পূর্ব পর্যন্ত প্রাক্তন সমিতির দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে এই দীর্ঘ ১০ বছরে অন্যান্য প্রাক্তন ছাত্রগণও বিভিন্ন সময় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাল করেন।

উল্লেখযোগ্য কার্যক্রম

  1. ১৯৮৪ সালে চারজন শ্রদ্ধেয় শিক্ষক সর্ব জনাব মোহাঃ নাইমুল হক, মোহাঃ আমিনুল হক, মোহাঃ গিয়াস উদ্দীন ও মোহাঃ লুৎফল হক’কে সংবর্ধনা প্রদান।
  2. ১৯৮৪ সালে প্রাক্তন ছাত্র লোক সংগীত অঙ্গনের গৌরব গম্ভীরা গায়ক কুতুবুল আলম ও রকিবুদ্দিন সাহেবকে সংবর্ধনা প্রদান।
  3. ২৯/০৯/১৯৮৫ ও ৩০/০৮/১৯৮৭ ইং তারিখে দুটি পৃথক বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে হরিমোহনের কৃতি ছাত্র ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জহুরুল হক ও অত্র স্কুলের সেরা ক্রীড়াবিদ আলহাজ্ব তসিকুল ইসলাম সাহেবকে সম্মাননা প্রদান।

তথ্য সুত্র: শতবর্ষের স্মরণীকা শতাব্দীর শতদল
১৯৯৪ সালে ২য় কার্যকরী পরিষদ যাদের নিয়ে গঠিত হয়