Message from President
Shafiqul Alam
Shafiqul Alam

চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্ববৃহ‌ৎ ও স্বনামধন্য বিদ্যাপীঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি, সূদীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যার সাথে আমার বসবাস। ১৯৮৪ সাল থেকে শুরু করে অদ্যাবধি এই প্রতিষ্ঠান সফলতার সাথে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ।

বর্তমানে মোবাইল টেলি কমিউনিকেশনস ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জন-জীবনের অপরিহার্য অংশ হয়ে যাওয়ায় প্রাক্তন ছাত্র সমিতি তার সকল কার্য-বিবরণী সেসব মাধ্যম ও এই ওয়েবসাইট www.hmpcs.org এর সাহায্যে সদস্যগণের নিকট নিয়মিতভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সদস্যগণ তাদের নিজেদের মতামত প্রকাশ করে আমাদের আরো নিকটবর্তী থাকার সুযোগ পাবেন আশা করি। এটা সবার প্রতিষ্ঠান সকলের মতামতই এখানে গুরত্বপূর্ণ। সকলকে পাশে থাকার আহবান জানাচ্ছি।

সকলের জন্য সুস্থতা ও শুভ কামনা।

মো: শফিকুল আলম ভোতা

Shafiqul Alam
সভাপতি
হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি
চাঁপাইনবাবগঞ্জ।